top of page
website 3.jpg

থার্ড-বেল: সিজন ২, ডাঃ সনৎ কুমার ঘোষ এবং তার বাংলা নাটকের প্রতি ভালোবাসার স্মরণে
Third-Bell: Season 2, In Memory of Dr Sanat Kumar Ghosh and his love for Bangla theatre

1000386095.jpg

ডঃ সনৎ কুমার ঘোষ (১৯৪১ - ২০১০)  - চিকিৎসক, স্বামী, বাবা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের সমর্থক। খুব অল্প বয়সেই বিভক্ত বাংলার কাঁটাতার পেরিয়ে এসে সারা জীবন বাংলা ভাষাকে হৃদয়ের খুব কাছে ধরে রেখেছিলেন। মাতৃভূমির সাথে এই নির্বাসিত মানুষটির বাংলাই ছিল একমাত্র সংযোগ। জীবিতকালে লেখক, কবি, নানা ছোট প্রকাশনাকে সমর্থন করতেন আর কথ্য ভাষার চূড়ান্ত প্রকাশ হিসেবে থিয়েটারকে খুব ভালোবাসতেন। তাঁর স্মৃতিতেই 'থার্ড বেল' স্থাপন করা হয়েছে। 

Dr Sanat Kumar Ghosh (1941 - 2010) was a doctor, husband, father and supporter of community initiatives. Walking across the fenced border of partitioned Bengal at a very small age, he held the language of Bangla very close to his heart all his life, almost as his only connection to the homeland he was exiled from. He supported writers, poets, small publishing, and loved the theatre as the ultimate manifestation of the spoken word. It is in his memory that Third Bell was set up. 

 

uuu_edited.png

থার্ড-বেল : সিজন ২

ভাষা সেন্টার - thedramalibrary.com (TDL) এর প্রাথমিক উদ্দেশ্য হল দেশবিদেশের বিভিন্ন ভাষায় লেখা অপ্রকাশিত নাটকের স্ক্রিপ্ট এক জায়গায় সংরক্ষণ করা, যাতে ভিন্ন ভাষা ও ভিন্ন দেশের মানুষ, নাটকপ্রেমীরা সেই নাটকগুলি পড়তে পারেন। এই সংস্থার সমগুরুত্বপূর্ণ আরেকটি উদ্দেশ্য হলো, নতুন নাটক খোঁজা, নতুন নাট্যকার তৈরির কাজকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সার্বিকভাবে সেই প্রক্রিয়ায় সহযোগিতা করা।

এই ভাবনা থেকেই বিগত কয়েকবছর ধরে আমরা নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যেমন, কুসুমলে / ಕುಸುಮಾಲೆ - একটি প্ল্যাটফর্ম, যা কন্নড় ভাষায় নতুন লেখকদের নতুন নাটক লেখায় অনুপ্রাণিত করে। 

আর আমাদের গর্বের বাংলা ভাষার প্ল্যাটফর্ম ‘থার্ড-বেল’, সেখানে আমরা  প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, টানা তিনবছর নতুন বাংলা নাটক লেখার কাজকে সমর্থন করবো, উৎসাহ যোগাবো, প্রচার করবো।

গতবছর এই প্রকল্প শুরু হয়েছিল। দু'জন নাট্যকারের দু'টি নতুন নাটক আমরা নিয়ে আসতে পেরেছিলাম সকলের সামনে - তিতাসের লেখা ‘মন পবনের নাও’ আর ঋতদীপের লেখা ‘জনকরাজার পালা’।

এবছর আবার আমরা ফিরছি ‘থার্ড-বেল সিজন ২’-এ আরও দুটি নতুন নাটক লেখার আহ্বান নিয়ে।

দুজন নাট্যকার আর তাঁদের দু'টি টাটকা নতুন বাংলা নাটকের সন্ধানে রয়েছি আমরা। 

আপনি কি ইদানিং একটা নতুন নাটক লেখার কাজে হাত দিয়েছেন? কিম্বা মাথায় ঘুরপাক খাচ্ছে নতুন কোনো ভাবনা, যা নাটক হয়ে উঠতে চায়? তাহলে আর দেরি করবেন না…

অনুগ্রহ করে এই ফর্মটি ভরুন, অংশগ্রহণ করুন 'থার্ড- বেল' এর এই নাট্যপ্রকল্পে।

আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ : ২০ ডিসেম্বর, ২০২৫

ভাষা সেন্টার এর ব্যাপারে আরো জানতে এই লিংকে ক্লিক করুন : https://www.bhashacentre.com/

থার্ড বেল সিজন ১ এর দু'টি নাটক পড়তে হলে এই লিংকে ক্লিক করুন :

মন পবনের নাও - তিতাস https://www.thedramalibrary.com/read/433

জনকরাজার পালা -  ঋতদীপ https://www.thedramalibrary.com/read/434

আরও বিস্তারিত জানতে FAQ বিভাগটি পড়ুন অথবা meghna@bhashacentre.com কে লিখুন

 

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQs)

© 2023 by Bhasha Centre

  • Instagram
  • Facebook - Black Circle
bottom of page